শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯

আল্লাহ আকাশ মণ্ডলী ও পৃথিবী কয়দিনে সৃষ্টি করেছেন

তিনিই ছয়দিনে  আকাশ মণ্ডলী ও পৃথিবী এবং তাদের মাজখানে যা কিছু আছে সব তৈরী করে রেখে দিয়েছেন তারপর তিনিই (বিশ্ব জাহানের সিংহাসন) আরশে সমীচীন হয়েছেন,তিনিই রহমান, যে জানে তাকে জিজ্ঞেস করো তার অবস্থা সম্পর্কে। তাদেরকে যখন বলা হয় এই রহমানকে সিজদাহ করো তখন তারা বলে রহমান কি? তুমি যার কথা বলবে তাকেই কি আমরা সিজদাহ করতে থাকব? এ উপদেশটি উলটো তাদের ঘৃণা আরো বাড়িয়ে দেয়।                     সূরা আল-ফুরকান. আয়াত নং: 59-60







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বাংলা ওয়াজ, আল-কোরআনের আলোচনা, ওয়াজ,

হযরত ওমর (রাঃ) -এর দ্বীনী মর্যাদা নিয়ে রাসূল (সঃ) একি বললেন ? ।

হযরত আবূ সাঈদ খুদরী (রাঃ) বলেন, রাসূলুল্ললাহ (সঃ) ইরশাদ করেছেন, এক সময় আমি নিদ্রামগ্ন ছিলাম । স্বপ্নযোগে দেখতে পেলাম, লোকদেরকে আমার সম্মু...

আল-কোরআন, আল-হাদীস,