শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৯

আল্লাহ্ তাআলা প্রথমে কোন জাতীকে ধবংস করেছেন ?

আর এ কথাও যে, তিনিই প্রথম আদ জাতীকে ধবংস করেছেন এবং সামুদকে এমন ভাবে নিশ্চিহ্ন করেছেন যে কাউকে অবশিষ্ট রাখেননি। তাদের পূর্বে তিনি নূহের কওমকে ধবংস করেছেন। তারা আসলেই বড় অত্যাচারী ও অবাধ্য লোক ছিল। তিনি উলটে দেয়া জনপদকে ও উঠিয়ে নিক্ষেপ করেছেন।                                      সূরা-  আন নাজম= আয়াত নং= 50-53














কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বাংলা ওয়াজ, আল-কোরআনের আলোচনা, ওয়াজ,

হযরত ওমর (রাঃ) -এর দ্বীনী মর্যাদা নিয়ে রাসূল (সঃ) একি বললেন ? ।

হযরত আবূ সাঈদ খুদরী (রাঃ) বলেন, রাসূলুল্ললাহ (সঃ) ইরশাদ করেছেন, এক সময় আমি নিদ্রামগ্ন ছিলাম । স্বপ্নযোগে দেখতে পেলাম, লোকদেরকে আমার সম্মু...

আল-কোরআন, আল-হাদীস,