বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯

ইসলামের বুনিয়াদ

হযরত রাসূলুল্লাহ (সঃ) এরশাদ করেন, ইসলাম
পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্টিত, আর তা হল -
(১) আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই এবং মুহাম্মদ (সঃ) আল্লাহর রাসূল, এ কথার সাক্ষ্য প্রদান করা।
(২) নামাজ প্রতিষ্ঠা করা।
(৩) যাকাত প্রদান করা।
(৪) হজ্জ আদায় করা।
(৫) রমজানের রোজা রাখা।

সহীহ বোখারী শরীফ : হাদীস নং(০৭)





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বাংলা ওয়াজ, আল-কোরআনের আলোচনা, ওয়াজ,

হযরত ওমর (রাঃ) -এর দ্বীনী মর্যাদা নিয়ে রাসূল (সঃ) একি বললেন ? ।

হযরত আবূ সাঈদ খুদরী (রাঃ) বলেন, রাসূলুল্ললাহ (সঃ) ইরশাদ করেছেন, এক সময় আমি নিদ্রামগ্ন ছিলাম । স্বপ্নযোগে দেখতে পেলাম, লোকদেরকে আমার সম্মু...

আল-কোরআন, আল-হাদীস,