বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০

হযরত ওমর (রাঃ) -এর দ্বীনী মর্যাদা নিয়ে রাসূল (সঃ) একি বললেন ? ।

হযরত আবূ সাঈদ খুদরী (রাঃ) বলেন, রাসূলুল্ললাহ (সঃ)
ইরশাদ করেছেন, এক সময় আমি নিদ্রামগ্ন ছিলাম ।

স্বপ্নযোগে দেখতে পেলাম, লোকদেরকে আমার সম্মুখে
বিভিন্ন রকম জামা পরিধান করিয়ে উপস্থিত করা হচ্ছে ।

কারো জামা সিনা পর্যন্ত, কারো জামা আরো একটু নীচ
পর্যন্ত বির্স্তত । হযরত ওমর খাত্তাবকে আমার সম্মুখে

উপস্থাপন করা হয়েছে, তাঁর জামা এত লম্বা যে, তিনি তা
নীচ থেকে উপরের দিকে উঠিয়ে রাখছেন । এতদশ্রবণে

সাহাবীগণ আরজ করলেন, হুজুর ! আপনি এ স্বপ্নের
তাবীর কি করেছেন ? উত্তরে তিনি ইরশাদ করেন,

এ দ্বারা দ্বীন বুঝানো হয়েছে ( এতে বুঝা যায়, হযরত
ওমর (রাঃ) -এর দ্বীনী মর্যাদা অনেক বেশী ) ।


সহীহ বোখারী শরীফ
হাদীস নং (২২)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বাংলা ওয়াজ, আল-কোরআনের আলোচনা, ওয়াজ,

হযরত ওমর (রাঃ) -এর দ্বীনী মর্যাদা নিয়ে রাসূল (সঃ) একি বললেন ? ।

হযরত আবূ সাঈদ খুদরী (রাঃ) বলেন, রাসূলুল্ললাহ (সঃ) ইরশাদ করেছেন, এক সময় আমি নিদ্রামগ্ন ছিলাম । স্বপ্নযোগে দেখতে পেলাম, লোকদেরকে আমার সম্মু...

আল-কোরআন, আল-হাদীস,