শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯

রাসূলুল্লাহ (সঃ) মসজিদ নববীর মিম্বরে দাঁড়িয়ে কি বললেন?

হযরত ওমর ইবনে খাত্তাব (রাঃ) থেকে বর্ণিত, তিনি একদা মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে বললেন, আমি রাসূলুল্লাহ (সঃ) -কে ইরশাদ করতে শুনেছি : তিনি বলেছেন, মানুষের সমুদয় কাজ নিশ্চিতভাবে তার নিয়ত অনুসারেই হয়ে থাকে । আর মানুষ যা নিয়ত করে তার তাই হাসিল হয় । সুতরাং যার হিযরত দুনিয়ার কোন উদ্দেশ্য সাধনের জন্য হয় তা সে পেয়ে থাকে । আর যদি কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে হিজরত করা হয়, তা হলেও তার হিজরত সে অনুসারেই হয়ে থাকে।

সহীহ বোখারী শরীফ : হাদীস নং : (01)





























কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বাংলা ওয়াজ, আল-কোরআনের আলোচনা, ওয়াজ,

হযরত ওমর (রাঃ) -এর দ্বীনী মর্যাদা নিয়ে রাসূল (সঃ) একি বললেন ? ।

হযরত আবূ সাঈদ খুদরী (রাঃ) বলেন, রাসূলুল্ললাহ (সঃ) ইরশাদ করেছেন, এক সময় আমি নিদ্রামগ্ন ছিলাম । স্বপ্নযোগে দেখতে পেলাম, লোকদেরকে আমার সম্মু...

আল-কোরআন, আল-হাদীস,