শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯

রাসূললুল্লাহ (সঃ) নিকট অহী কিভাবে আসে?

হযরত আয়িশা (রাঃ) থেকে বর্ণিত, হারেস ইবনে হেসাম (রাঃ) একদা রাসূলুল্লাহ (সঃ) -কে জিজ্ঞেস  করলেন, আপনার নিকট অহী কিভাবে আসে? উত্তরে তিনি বললেন, কোন কোন সময় এমন হয় যে, তা ঘণ্টা ধনীর ন্যায় আসে। এ প্রকারের অহী আমার নিকট বড়ই কষ্টদায়ক মনে হয়। উক্ত কষ্টজনিত শ্রান্তি লাঘব হওয়ার পর আমি তা হৃদয়ঙ্গম করি। আবার কোন কোন সময় ফেরেশতা মানুষের আকৃতিতে আমার কাছে আল্লাহর বাণী পৌছিয়ে থাকেন, আমি তাৎক্ষণিক তা হৃদয়ঙ্গম করতে সক্ষম হই। হযরত আয়েশা (রাঃ) বলেন, "অতি প্রচণ্ড শীতের সময়ও অহী নাযিলকালে আমি হুজুর (সঃ) -কে দেখেছি, তিনি এমন ঘর্মাক্ত হয়ে পড়তেন যে, তাঁর ললাট মোবারক থেমে ঘাম বের হত ।"

সহীহ বোখারী শরীফ, হাদীস নং=(02)







































কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বাংলা ওয়াজ, আল-কোরআনের আলোচনা, ওয়াজ,

হযরত ওমর (রাঃ) -এর দ্বীনী মর্যাদা নিয়ে রাসূল (সঃ) একি বললেন ? ।

হযরত আবূ সাঈদ খুদরী (রাঃ) বলেন, রাসূলুল্ললাহ (সঃ) ইরশাদ করেছেন, এক সময় আমি নিদ্রামগ্ন ছিলাম । স্বপ্নযোগে দেখতে পেলাম, লোকদেরকে আমার সম্মু...

আল-কোরআন, আল-হাদীস,