বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০

যাদের অন্তরে সরিষা পরিমাণ ঈমান থাকবে আল্লাহ কি বলবেন তাদেরকে ? ।

হযরত আবূ সাঈদ খুদরী (রাঃ) নবী করীম (সঃ) হতে
বর্ণনা করেন, তিনি ইরশাদ করেছেন, হিসাব নিকাশের

পর বেহেশতীগণ বেহেশতে এবং দোজখীগণ দোজখে
প্রবেশ করবে । কিছুকাল পর আল্লাহ বলবেন, যাদের

অন্তরে সরিষা বরাবর ঈমান বিদ্যমান ছিল, তাদেরকেও
দোজখ থেকে বের কর । অতঃপর গুনাহগার বান্দাগণ

দোজখের শাস্তি ভোগ করে একেবারে কালো বর্ণ হয়ে
বের হয়ে আসবে । তারপর তাদেরকে বেহেশতে

প্রবেশের উপযুক্ত করার জন্য বৃষ্টির পানিতে অথবা
মালেকের বর্ণনা মতে "হায়াতের নদীতে" ঢেলে দেয়া

হবে । অতঃপর তারা এমনভাবে পরিপূষ্ট ও সৌন্দর্যমণ্ডিত
হয়ে উঠবে, যেমনিভাবে ঢলে পার্শ্বস্থিত জমিতে তরতাজা

সতেজ বীজ থেকে অন্করোদময় হয়ে থাকে । তোমরা
কি দেখেছ না সে চারা গাছগুলো কেমন সতেজ ও

সৌন্দর্যমণ্ডিত হয়ে থাকে !


সহীহ বোখারী শরীফ
হাদীস নং (২১)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বাংলা ওয়াজ, আল-কোরআনের আলোচনা, ওয়াজ,

হযরত ওমর (রাঃ) -এর দ্বীনী মর্যাদা নিয়ে রাসূল (সঃ) একি বললেন ? ।

হযরত আবূ সাঈদ খুদরী (রাঃ) বলেন, রাসূলুল্ললাহ (সঃ) ইরশাদ করেছেন, এক সময় আমি নিদ্রামগ্ন ছিলাম । স্বপ্নযোগে দেখতে পেলাম, লোকদেরকে আমার সম্মু...

আল-কোরআন, আল-হাদীস,