মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০

একদিন সাহাবীগণের যে কথায় রাসূল (সঃ) খুবই রাগান্বিত হয়েছিলেন ।

হযরত আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (সঃ) যখন
সাহাবীদেরকে কোন কাজের আদেশ করতেন,

তখন তাদেরকে এমন কাজের আদেশ করতেন
যা তাদের সাধ্যধীন হয় ।সাহাবীগণ বলতেন, হে

আল্লাহর রাসূল ! আমরা আপনার মত নই, যেহেতু
মহান আল্লাহ আপনার (আউআল আখের ) সব

গুনাহ ক্ষমা করে দিয়েছেন ( তাই আপনার তো
কোন আমলের প্রয়োজন নেই ) এ কথায় হুজুর (সঃ)


খুবই রাগান্বিত হতেন । এমন কি তাঁর মোবারকে
তার চিহ্ন প্রতিভাত হত । তারপর তিনি বলতেন,

আমি তোমাদের মধ্যে সর্বাপেক্ষা আল্লাহভীরু
এবং "আল্লাহ" সম্পর্কে বেশী পরিজ্ঞাত ।


সহীহ বোখারী শরীফ
হাদীস নং (১৯)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বাংলা ওয়াজ, আল-কোরআনের আলোচনা, ওয়াজ,

হযরত ওমর (রাঃ) -এর দ্বীনী মর্যাদা নিয়ে রাসূল (সঃ) একি বললেন ? ।

হযরত আবূ সাঈদ খুদরী (রাঃ) বলেন, রাসূলুল্ললাহ (সঃ) ইরশাদ করেছেন, এক সময় আমি নিদ্রামগ্ন ছিলাম । স্বপ্নযোগে দেখতে পেলাম, লোকদেরকে আমার সম্মু...

আল-কোরআন, আল-হাদীস,