বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯

প্রকৃত মুসলিম কে?

হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রাঃ) নবী করীম (সঃ) থেকে বর্ণনা করেন, প্রকৃত মুসলমান সে ব্যক্তি, যিনি অপর মুসলমানকে স্বীয় জবান এবং হাতের অন্যায় থেকে রক্ষা করেন। অর্থাৎ, কথা ও কাজে অন্যকে কষ্ট দেন না। প্রকৃত মুজাহির ঐ ব্যক্তি যিনি আল্লাহর নিষিদ্ধ বিষয়সমুহ পরিহার করেন। অর্থাৎ গুনাহের কাজ থেকে বিরত থাকেন।

সহীহ বোখারী শরীফ
প্রথম খণ্ড
হাদীস  নং (০৯)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বাংলা ওয়াজ, আল-কোরআনের আলোচনা, ওয়াজ,

হযরত ওমর (রাঃ) -এর দ্বীনী মর্যাদা নিয়ে রাসূল (সঃ) একি বললেন ? ।

হযরত আবূ সাঈদ খুদরী (রাঃ) বলেন, রাসূলুল্ললাহ (সঃ) ইরশাদ করেছেন, এক সময় আমি নিদ্রামগ্ন ছিলাম । স্বপ্নযোগে দেখতে পেলাম, লোকদেরকে আমার সম্মু...

আল-কোরআন, আল-হাদীস,