রবিবার, ১২ জুলাই, ২০২০

ঈমানের স্বাদ উপভোগ করতে ৩টি চরিত্র.........

হযরত আনাস ইবনে মালেক (রা:) নবী করীম (সঃ)
থেকে রেওয়ায়াত করেন, তিনি বলেছেন, ঐ ব্যক্তি

ঈমানের স্বাদ উপভোগ করতে সক্ষম, যার মধ্যে
এ তিনটি চরিত্র বিদ্যমান-(১) যার কাছে অপরাপর

সমুদয় বস্তু হতে স্বয়ং আল্লাহ ও তার রাসূল (সঃ)
বেশী প্রিয়, (২) যে কাউকে ভালোবাসে তো

আল্লাহর ওয়াস্তে ভালোবাসে, (৩) ঈমান গ্রহণের
পর পূনরায় কুফুুরীর দিকে ফিরে যাওয়া এমনভাবে

অপছন্দ করে, যেমন সে অগ্নিতে নিক্ষিপ্ত
হওয়া অপছন্দ করে ।


সহীহ বোখারী শরীফ
হাদীস নং (১৫)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বাংলা ওয়াজ, আল-কোরআনের আলোচনা, ওয়াজ,

হযরত ওমর (রাঃ) -এর দ্বীনী মর্যাদা নিয়ে রাসূল (সঃ) একি বললেন ? ।

হযরত আবূ সাঈদ খুদরী (রাঃ) বলেন, রাসূলুল্ললাহ (সঃ) ইরশাদ করেছেন, এক সময় আমি নিদ্রামগ্ন ছিলাম । স্বপ্নযোগে দেখতে পেলাম, লোকদেরকে আমার সম্মু...

আল-কোরআন, আল-হাদীস,