মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০

রাসূল (সঃ) যে কথা গুলো শুনে হযরত ওবাদা বায়আত গ্রহণ করেন ।

হযরত ওবাদা বিন সামেত (রাঃ) -যিনি একজন বদরী সাহাবী,
তিনি আকাবার রাতের একজন নকীবও ছিলেন, তিনি বলেন,

ঐ রাতে হুজুর (সঃ) সাহাবীদেরকে (যারা তার আশেপাশে
বসা ছিলেন) লক্ষ্য করে বলেছেন, তোমরা আমার কাছে

এ কথার উপর বায়আত (অঙ্গীকার) গ্রহণ কর যে, তোমরা
আল্লাহর ইবাদতে তাঁর সাথে কাউকে শরীক করবে না,

চুরি করবে না, যেনা করবে না, তোমাদের সন্তান সন্ততিদের
হত্যা করবেনা, মিথ্যা অপবাদ রটাবে না, যা তোমরা কারো

উপস্থিতি বা অনুপস্থিতিতে করে থাক । কোন ভালো কাজে
নাফরমানী করবে না । তোমাদের মধ্যে যারা এ ওয়াদাগুলো

পূরণ করবে তাদের প্রতিদান আল্লাহর কাছে পাবে । কেউ
যদি ভুলবশত এরুপ কোন অপরাধে জড়িয়ে পড়ে আর

এ জন্য দুনিয়াতে তাকে কোন প্রকার শাস্তি প্রদান করা হয়,
তা হলে উক্ত শাস্তি তার জন্য কাফ্ফারা গন্য হবে ।

আর যদি কেউ এরুপ কোন অপরাধ করার পর দুনিয়াতে
আল্লাহ পাক তা গোপন রাখেন, তবে তা আল্লাহর

উপর ন্যস্ত । আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করতে
পারেন, অন্যথায় শাস্তিও দিতে পারেন । হযরত ওবাদা

(রাঃ) বলেন, অতঃপর আমরা উপরোক্ত কথার উপর
তাঁর নিকট বায়আত গ্রহণ করলাম ।


সহীহ বোখারী শরীফ
হাদীস নং (১৭)








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বাংলা ওয়াজ, আল-কোরআনের আলোচনা, ওয়াজ,

হযরত ওমর (রাঃ) -এর দ্বীনী মর্যাদা নিয়ে রাসূল (সঃ) একি বললেন ? ।

হযরত আবূ সাঈদ খুদরী (রাঃ) বলেন, রাসূলুল্ললাহ (সঃ) ইরশাদ করেছেন, এক সময় আমি নিদ্রামগ্ন ছিলাম । স্বপ্নযোগে দেখতে পেলাম, লোকদেরকে আমার সম্মু...

আল-কোরআন, আল-হাদীস,