শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯

যারা কুফরী করবে তাদের শাস্তি কি

যারা কুফরী করবে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি আর যারা ঈমান আনবে এবং ভালো কাজ করবে তাদের জন্য রয়েছে মাগফিরাত ও বড় পুরস্কার ( এমন ব্যক্তির বিভ্রান্তির কোন শেষ আছে কি ) যার জন্য তার খারাপ কাজকে শোভন করে দেয়া হয়েছে এবং সে তাকে ভাল মনে করছে আসলে আল্লাহ্ যাকে ইচ্ছা বিভ্রান্তিতে লিপ্ত করেন এবং যাকে ইচ্ছা সঠিক পথ দেখিয়ে দেন । কাজেই  হে নবী অযথা ওদের জন্য দুঃখে ও শোকে তুমি প্রাণ পাত করোনা  ওরা যা কিছু করছে আল্লাহ্ তা ভাল ভাবে জানেন ।                   সূরা  - আল-ফাতের : আয়াত নং: 7-8













কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বাংলা ওয়াজ, আল-কোরআনের আলোচনা, ওয়াজ,

হযরত ওমর (রাঃ) -এর দ্বীনী মর্যাদা নিয়ে রাসূল (সঃ) একি বললেন ? ।

হযরত আবূ সাঈদ খুদরী (রাঃ) বলেন, রাসূলুল্ললাহ (সঃ) ইরশাদ করেছেন, এক সময় আমি নিদ্রামগ্ন ছিলাম । স্বপ্নযোগে দেখতে পেলাম, লোকদেরকে আমার সম্মু...

আল-কোরআন, আল-হাদীস,