শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯

ফেরেশতাদের কয়টি ডানা আছে ?

প্রশংসা আল্লাহরই জন্য, যিনি আকাশ সমুহ ও পৃথিবীর নির্মাতা এবং ফেরেশতাদেরকে বানী বাহক নিয়োগকারী  এমন সব ফেরেশতা যাদেরকে দুই দুই তিন তিন ও চার চারটি ডানা আছে । নিজের সৃষ্টির কাঠামোয় তিনি যেমনটি চান বৃদ্ধি করেন । নিশ্চই আল্লাহ সব জিনিসের ওপর শক্তিমান আল্লাহ যে রহমতের দরজা মানুষের জন্য খুলে দেন তা রুদ্ধ করার কেউ নেই এবং যা তিনি রুদ্ধ করে দেন তা আল্লাহর পরে আর কেউ খোলার নেই তিনি পরাক্রম শালী ও জ্ঞানী।                
    সূরা   আল - ফাতের : আয়াত নং : 1-2

1 টি মন্তব্য:

বাংলা ওয়াজ, আল-কোরআনের আলোচনা, ওয়াজ,

হযরত ওমর (রাঃ) -এর দ্বীনী মর্যাদা নিয়ে রাসূল (সঃ) একি বললেন ? ।

হযরত আবূ সাঈদ খুদরী (রাঃ) বলেন, রাসূলুল্ললাহ (সঃ) ইরশাদ করেছেন, এক সময় আমি নিদ্রামগ্ন ছিলাম । স্বপ্নযোগে দেখতে পেলাম, লোকদেরকে আমার সম্মু...

আল-কোরআন, আল-হাদীস,