বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯

সম্রাটের পক্ষ হতে রোমীয়দের কাছে ইসলামের দাওয়াত

অতঃপর সম্রাট হেমসের রোমান সর্দারদের স্বীয় মহলে ডাকলেন। খাদেমদেরকে আদেশ করা হল যেন মহলের সকল দরজা বন্ধ করে দেয়া হয়। তারপর সম্রাট লোকদের সম্মুখে উপস্থিত হয়ে তাদেরকে লক্ষ করে বললেন, হে রোমীয়গন !
যদি তোমরা নিজেদের মঙ্গল কামনা ও সঠিক পথ অনুসন্ধান কর এবং তোমাদের রাজত্ব বহাল থাকুক এরূপ প্রত্যাশা কর, তা হলে আরবের নবীর হাতে বায়আত গ্রহণ কর। সম্রাটের এ কথা বলা শেষ হতে না হতেই লোকজন জংলী গাধার ন্যায় ছুটাছুটি আরম্ভ করে দিল। কিন্তু তারা দেখতে পেল, শাহী মহলের সকল দরজা বন্ধ করে দেয়া হয়েছে। তাই তারা বের হতে পারল না। সম্রাট যখন তাদের অপছন্দীয় মনোভাব দেখতে পেলেন এবং তাদের ঈমান থেকে নিরাশ হলেন, তখন খাদেমদেরকে বললেন, তাদেরকে পুনরায় আমার কাছে ডেকে আন। অতঃপর সম্রাট তাদেরকে খুশি করার জন্য বললেন, এতক্ষণ আমি তোমাদের কাছে যে কথা বলেছিলাম, এতে আমি তোমাদের ঈমান আকীদা, ধর্মীয় অনুভূতি এবং ধর্মের প্রতি তোমাদের আসক্তি পরীক্ষা করেছি। সূতরাং আমি ধারণা করে নিলাম, তোমরা নিজেদের ধর্মের উপর অটল রয়েছ। এ কথা শুনে সবাই সন্তূষ্ট হয়ে সম্রাটকে সেজদা করে আনুগত্য প্রকাশ করে। এ ছিল সম্রাট হেরাকলের সর্বশেষ অবস্থা।

   সহীহ বোখারী শরীফ : হাদীস নং ( ০৬)












কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বাংলা ওয়াজ, আল-কোরআনের আলোচনা, ওয়াজ,

হযরত ওমর (রাঃ) -এর দ্বীনী মর্যাদা নিয়ে রাসূল (সঃ) একি বললেন ? ।

হযরত আবূ সাঈদ খুদরী (রাঃ) বলেন, রাসূলুল্ললাহ (সঃ) ইরশাদ করেছেন, এক সময় আমি নিদ্রামগ্ন ছিলাম । স্বপ্নযোগে দেখতে পেলাম, লোকদেরকে আমার সম্মু...

আল-কোরআন, আল-হাদীস,