শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯

যারা কুফরী করবে তাদের শাস্তি কি

যারা কুফরী করবে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি আর যারা ঈমান আনবে এবং ভালো কাজ করবে তাদের জন্য রয়েছে মাগফিরাত ও বড় পুরস্কার ( এমন ব্যক্তির বিভ্রান্তির কোন শেষ আছে কি ) যার জন্য তার খারাপ কাজকে শোভন করে দেয়া হয়েছে এবং সে তাকে ভাল মনে করছে আসলে আল্লাহ্ যাকে ইচ্ছা বিভ্রান্তিতে লিপ্ত করেন এবং যাকে ইচ্ছা সঠিক পথ দেখিয়ে দেন । কাজেই  হে নবী অযথা ওদের জন্য দুঃখে ও শোকে তুমি প্রাণ পাত করোনা  ওরা যা কিছু করছে আল্লাহ্ তা ভাল ভাবে জানেন ।                   সূরা  - আল-ফাতের : আয়াত নং: 7-8













ফেরেশতাদের কয়টি ডানা আছে ?

প্রশংসা আল্লাহরই জন্য, যিনি আকাশ সমুহ ও পৃথিবীর নির্মাতা এবং ফেরেশতাদেরকে বানী বাহক নিয়োগকারী  এমন সব ফেরেশতা যাদেরকে দুই দুই তিন তিন ও চার চারটি ডানা আছে । নিজের সৃষ্টির কাঠামোয় তিনি যেমনটি চান বৃদ্ধি করেন । নিশ্চই আল্লাহ সব জিনিসের ওপর শক্তিমান আল্লাহ যে রহমতের দরজা মানুষের জন্য খুলে দেন তা রুদ্ধ করার কেউ নেই এবং যা তিনি রুদ্ধ করে দেন তা আল্লাহর পরে আর কেউ খোলার নেই তিনি পরাক্রম শালী ও জ্ঞানী।                
    সূরা   আল - ফাতের : আয়াত নং : 1-2

মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯

ইসলাম প্রিয় ভাই ও বোনেরা আমি

আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ্  প্রিয় বন্ধুরা আমি হুমায়ুন কবির আমাদের ব্লগিং চ্যানেলে আপনাদের অভিনন্দন বন্ধুরা আমাদের ক্ষুদ্র প্রয়াসে আপনাদের সামনে কোরআন ও হাদীসের আলোকে বিভিন্ন আয়াত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যাতে করে আপনাদের অন্তরে প্রশান্তি আসবে আমাদের চ্যানেলে দিন রাত 24 ঘন্টা যে কোনো সময় ভিজিট করুন ইনশাআল্লাহ্ আমরা চেষ্টা করবো প্রতিদিন নতুন নতুন আল্লাহ্ ও রাসুলুল্লাহ (সাঃ) মূল বক্তব্য দেবার দেবার, আল্লাহ্ আপনাদের সকলকেই সুস্থতা দান করুন






শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৯

আল্লাহ্ আকাশে কি নির্মাণ করেছেন

অসীম বরকতময় সম্পনন তিনি যিনি আকাশে বুরুজ নির্মাণ করেছেন এবং তার মধ্যে একটি প্রদীপ ও একটি আলোকময় চাঁদ উজ্জল করেছেন। তিনিই রাত ও দিনকে পরস্পরের স্থল ভিষিক্ত করেছেন এমন প্রত্যেক ব্যাক্তির জন্য যে শিক্ষা গ্রহণ করতে অথবা কৃতজ্ঞ হতে চাই।                        সূরা - আল ফূরকান, আয়াত নং=61-62





আল্লাহ্ তাআলা প্রথমে কোন জাতীকে ধবংস করেছেন ?

আর এ কথাও যে, তিনিই প্রথম আদ জাতীকে ধবংস করেছেন এবং সামুদকে এমন ভাবে নিশ্চিহ্ন করেছেন যে কাউকে অবশিষ্ট রাখেননি। তাদের পূর্বে তিনি নূহের কওমকে ধবংস করেছেন। তারা আসলেই বড় অত্যাচারী ও অবাধ্য লোক ছিল। তিনি উলটে দেয়া জনপদকে ও উঠিয়ে নিক্ষেপ করেছেন।                                      সূরা-  আন নাজম= আয়াত নং= 50-53














বাংলা ওয়াজ, আল-কোরআনের আলোচনা, ওয়াজ,

হযরত ওমর (রাঃ) -এর দ্বীনী মর্যাদা নিয়ে রাসূল (সঃ) একি বললেন ? ।

হযরত আবূ সাঈদ খুদরী (রাঃ) বলেন, রাসূলুল্ললাহ (সঃ) ইরশাদ করেছেন, এক সময় আমি নিদ্রামগ্ন ছিলাম । স্বপ্নযোগে দেখতে পেলাম, লোকদেরকে আমার সম্মু...

আল-কোরআন, আল-হাদীস,