শনিবার, ১২ অক্টোবর, ২০১৯

রাসূলুল্লাহ (সঃ) কোন মাসে বেশি বেশি দান করতেন

হযরত ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সঃ) সর্বকালের সর্বযুগের সমস্ত লোকের থেকে বেশি দানশীল ছিলেন। বিশেষত  তাঁর দানশীলতা অন্যান্য সময় হতে পবিত্র রমজান মাসে বেশি বেশি পরিলক্ষিত হত, যখন হযরত  জিব্রাঈল (আঃ) তাঁর সাক্ষাতে আসতেন। পবিত্র রমজানের প্রতি রাতেই তিনি হুযূর (সঃ) -এর সাক্ষাতে উপস্থিত হতেন এবং তাঁকে পবিত্র কোরআন পাঠ করে শুনাতেন। এ কারণেই রাসূল (সঃ) মাহে রমজানে দানশীলতায় প্রবাহিত বায়ুর চেয়েও বেশি বেশি গতিশীল হতেন (অর্থাৎ বেশি বেশি দান করতেন)।

সহীহ বোখারী শরীফ, হাদীস নং=( 05)






















কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বাংলা ওয়াজ, আল-কোরআনের আলোচনা, ওয়াজ,

হযরত ওমর (রাঃ) -এর দ্বীনী মর্যাদা নিয়ে রাসূল (সঃ) একি বললেন ? ।

হযরত আবূ সাঈদ খুদরী (রাঃ) বলেন, রাসূলুল্ললাহ (সঃ) ইরশাদ করেছেন, এক সময় আমি নিদ্রামগ্ন ছিলাম । স্বপ্নযোগে দেখতে পেলাম, লোকদেরকে আমার সম্মু...

আল-কোরআন, আল-হাদীস,