শনিবার, ১২ অক্টোবর, ২০১৯

রোমান সম্রাট হেরাকলকে কখন ডেকে পাঠান

হযরত ইবনে আব্বাস (রাঃ)থেকে বর্ণিত, আবূ সুফিয়ান ইবনে হরব তাঁর কাছে বর্ণনা করেছেন, রোমান সম্রাট হেরাকল তাঁকে ঐ সময় ডেকে পাঠান, যখন তিনি কোরায়শ ব্যবসায়ীদের দলপতি হিসেবে ব্যবসার উদ্দেশে শাম দেশে গিয়েছিলেন। এ ঘটনা তখন সংগঠিত হয়েছিল, যখন রাসূলুল্লাহ(সঃ) -এর সাথে হোদাইবিয়ার সন্ধির পর কিছু সময় হেরাকল "ইলিয়া" বতর্মান (বাইতুল মাকদাসে) উপস্থিত ছিলেন। বাদশাহ যখন তাদেরকে তাঁর সম্মুখে উপস্থিত হওয়ার জন্য বললেন, তখন তাঁর চার পাশে রোমের নেতৃবর্গ উপবিষ্ট ছিলেন। তিনি তাদেরকে ডেকে পাঠান এবং দোভাষীকেও ডাকান। অতঃপর বাদশাহ তাদেরকে অর্থাৎ আবূ সুফিয়ান এবং তাঁর দলের লোকদেরকে লক্ষ্য করে বললেন, আরব দেশের ঐ ব্যক্তি -যিনি বতর্মানে নবুওয়তের দাবী করছেন, আপনাদের মধ্যে কেউ তাঁর ঘনিষ্ঠ আত্মীয় আছেন কি? আবূ সুফিয়ান বললেন, "হ্যাঁ, আমি তাঁর ঘনিষ্ঠ আত্মীয়।" তখন হেরাকল তাঁর সভাসদকে বললেন : তাঁকে ও তাঁর সাথীদেরকে আমার নিকটে নিয়ে আসুন। অতঃপর আবূ সুফিয়ানের সাথীদেরকে তার পেছনে বসার ব্যবস্থা করে দেয়া হল। তারপর সম্রাট তাঁর দোভাষীকে নির্দেশ দিলেন, আপনি তাদেরকে বলুন, আমি আবূ সুফিয়ানকে নবুওয়তের দাবিদার ব্যক্তি সম্পর্কে কিছু জিজ্ঞাসাবাদ করব, যদি তিনি সে সম্পর্কে মিথ্যা কিছু বলেন, সঙ্গীরা যেন তার মিথ্যাটুকু আমাকে ধরিয়ে দেন। অতঃপর আবূ সুফিয়ান (মুসলমান অবস্থায় ) বলেন, আল্লাহর শপথ ! সঙ্গীগন কর্তক মিথ্যাবাদী প্রমাণিত হওয়ার লজ্জা আমাকে বাধা প্রমাণ না করলে আমি রোম সম্রাটের নিকট তখন মুহাম্মদ (সঃ) -এর বিরুদ্ধে অবশ্যই মিথ্যা বলতাম।
             সহীহ বোখারী শরীফ, হাদীস নং=(06)




















































































কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বাংলা ওয়াজ, আল-কোরআনের আলোচনা, ওয়াজ,

হযরত ওমর (রাঃ) -এর দ্বীনী মর্যাদা নিয়ে রাসূল (সঃ) একি বললেন ? ।

হযরত আবূ সাঈদ খুদরী (রাঃ) বলেন, রাসূলুল্ললাহ (সঃ) ইরশাদ করেছেন, এক সময় আমি নিদ্রামগ্ন ছিলাম । স্বপ্নযোগে দেখতে পেলাম, লোকদেরকে আমার সম্মু...

আল-কোরআন, আল-হাদীস,