মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৯

প্রথম প্রথম যখন অহী অবতীর্ণ হত,তখন রাসূল(সঃ)কি করতেন?

হযরত ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, প্রথম প্রথম যখন অহী অবতীর্ণ হত, তখন রাসূল (সঃ) তা স্মরণ রাখার জন্য অনেক কষ্ট করতেন । জিব্রাঈল (আঃ) অহী পড়ে শুনাবার সময় হুজুর (সঃ) ওষ্টদ্বয় নাড়াতে শুরু করতেন। হযরত ইবনে আব্বাস (রাঃ) এ হাদীস বর্ণনাকালে লোকদেরকে লক্ষ্য করে বলেন, রাসূল (সঃ) যেমনিভাবে ওষ্ঠদ্বয় নাড়াচাড়া করতেন, আমিও তোমাদেরকে তেমনিভাবে ওষ্টদ্বয় নাড়িয়ে দেখাচ্ছি। আর সাঈদ বিন জোবায়ের (রঃ) বলেন, আমি আমার ওষ্টদ্বয় এমনিভাবে নাড়াচ্ছি যেরূপভাবে হযরত ইবনে আব্বাস (রাঃ) নাড়াতেন। অতঃপর মহান আল্লাহ পবিত্র কোরআনের আয়াত অবতীর্ণ করলেন  " লা-তুহাররিক বিহী লিসানাকা লিতা'জালা বিহী। ইন্না আ'লাইনা জামাআ 'হু ওয়া কোরআনাহু  "।  অর্থ : আপনি তাড়াতাড়ি মুখস্থ করার উদ্দেশ্যে আপনার ওষ্টদ্বয় নাড়াবেন না : পবিত্র কোরআন আপনার অন্তরে সংরক্ষণ ও পাঠ করানো স্বয়ং আমারই দায়িত্ব ।সুতরাং যখন পবিত্র কোরআন আপনার কাছে হযরত জিব্রাঈল (আঃ) পাঠ করেন তখন আপনি কেবল ধৈর্য সহকারে নিশ্চুপে শ্রবণ করুণ । তারপর তা বর্ণনা করাবার এবং পাঠ করাবার দায়িত্ব । এর পর থেকে যখনই হযরত জিব্রাঈল (আঃ) রাসূলুল্লাহ (সঃ) -এর নিকট অহী নিয়ে আসতেন, তিনি তা মনোযোগ সহকারে শ্রবণ করতেন । তারপর জিব্রাঈল (আঃ) যখন চলে যেতেন তখন তিনি তা এমনভাবে পাঠ করতেন যেভাবে জিব্রাঈল (আঃ) পাঠ করেছিলেন ।

সহীহ বোখারী শরীফ : হাদীস নং : (04)

























































কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বাংলা ওয়াজ, আল-কোরআনের আলোচনা, ওয়াজ,

হযরত ওমর (রাঃ) -এর দ্বীনী মর্যাদা নিয়ে রাসূল (সঃ) একি বললেন ? ।

হযরত আবূ সাঈদ খুদরী (রাঃ) বলেন, রাসূলুল্ললাহ (সঃ) ইরশাদ করেছেন, এক সময় আমি নিদ্রামগ্ন ছিলাম । স্বপ্নযোগে দেখতে পেলাম, লোকদেরকে আমার সম্মু...

আল-কোরআন, আল-হাদীস,